গায়ে মাখুন ঠাণ্ডা! ভারতে শীতের সেরাটি উপভোগ করুন

Pallavi Siddhanta

Last updated: Jun 28, 2017

Want To Go ? 
   

গরমে নাজেহাল এবং ঘর্মাক্ত, আবার শীত পড়লেই পাহাড়ী ফুলের মত চনমনে এবং উত্‍ফুল্ল – এরকম যদি আপনি হন, তাহলে জীবনে অন্তত একবার ঘুরে নেবার মত এই 8 টি শীত উপভোগ করার জায়গায় যাওয়া উচিত্‍।

1. রূপকুণ্ড স্কেলিটন লেক পর্যন্ত ট্রেক

Roopkund Skeleton Lake, places to visit in winter in india
Flickr Creative Commons/ Abhijeet Rane

অনবদ্য এক বরফ-সাদা শীতের অভিজ্ঞতার ব্যাপারে কি বলেন? গ্রেটার হিমালয়ের বরফ-রেখার ওপর বড় বুঘ্যাল (তৃণভূমি)-এর একেবারে মাঝখানে একটি ছোট লেক হল রূপকুণ্ড। পাশাপাশি ত্রিশূল এবং নন্দা গুন্তি আপনার অভিজ্ঞতায় অতিরিক্ত সংযোজন। রূপকুণ্ড বিখ্যাত হওয়ার কারণ হল এই লেকের প্রান্ত বরাবর মানুষের কঙ্কালের অবশেষ পাওয়া যায়, যেটা এই শীতের স্বর্গে রহস্য যোগ করে। এই লেকের কঙ্কালগুলির ব্যাপারে নানা মুনির নানা মত। কেউ কেউ বলেন এগুলি বরফের মধ্যে হারিয়ে যাওয়া ইরানী পর্যটকদের কঙ্কাল, আবার কেউ কেউ বলেন DNA প্রমাণ অনুযায়ী এগুলি মহারাষ্ট্রের ছিটপবন ব্রাহ্মণদের। এই রহস্যই সারা ভারত থেকে পর্যটকদের যথেষ্ট দুরুহ এই ভ্রমণে টেনে আনে।

জেনে রাখা ভাল: ট্রেকে বেরোনোর আগে পর্যাপ্ত উলের জামাকাপড় সঙ্গে নিয়ে নিন। ঠাণ্ডার সঙ্গে পাল্লা দিতে একটির ওপর আরেকটি করে জামাকাপড় পরুন। হালকা জিনিসপত্র নিয়ে যান, কারণ ভারি জিনিসপত্র নিয়ে ট্রেকে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। এছাড়াও আপনাকে পেছন দিকে ভাল সাপোর্টওয়ালা ব্যাকপ্যাক এবং ভাল ট্রেকিং শু নিতে হবে, এবং তা যেন ভালভাবেই ব্যবহৃত হয়ে থাকে, তাহলে হাঁটতে অসুবিধা হবে না।

উচ্চতা: 5,029 মিটার (16,499 ফুট)

দিনসংখ্যা: 6-7, আপনার ফিটনেস লেভেলের ওপর নির্ভর করে

আরম্ভস্থল গ্রাম: লোহাজং

কিভাবে পৌঁছবেন: লোহাজং>দিদিনা>আলি বুঘ্যাল>বেদিনী বুঘ্যাল>ভাগওয়াভাষা>রূপকুণ্ড>পত্তর নৌচানী>ওয়ান>লোহাজং

2. ভরতপুর পাখি-অভয়ারণ্যে পাখি দেখা

Bharatpur bird sanctuary, places to visit in winter in india

UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক (ভূতপূর্ব ভরতপুর পাখি-অভয়ারণ্য), বিবিধ প্রজাতির পাখিদের বাসভূমি, এবং শীতকালে প্রচুর পরিযায়ী পাখিরও আশ্রয়। বহু পরিযায়ী পাখি যেমন সাইবেরিয়ান ক্রেন, পরিযায়ী জলকুক্কুট, এবং নানা জাতের হাঁস, হেরন এবং শীতপ্রধান দেশ থেকে সারসরা উষ্ণ আবহাওয়ার জন্য এখানে উড়ে আসে।

কিভবে পৌঁছবেন: ভরতপুর দিল্লী-আগ্রা (যমুনা এক্সপ্রেসওয়ে) হাইওয়েতে অবস্থিত এবং দিল্লী থেকে ট্রেনে অল্প সময়েই পৌঁছে যাওয়া যায়।

খরচ:

প্রবেশমূল্য: ভারতীয় /বিদেশী ₹50/400

ভিডিও ক্যামেরা: ₹200

গাইড চার্জ: ₹150

ভাড়া:

সাইকেল/গিয়ার-ওয়ালা বাইক: ₹25/50

বাইনোকুলার: ₹100

সময়:

এপ্রিল-সেপ্টেম্বর: সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা

অক্টোবর-মার্চ: সকাল 6.30টা থেকে সন্ধ্যে 5টা

3. দেখে আসুন খাজুরাহো নৃত্য-উৎসব

Khajuraho dance festival, places to visit in winter in india
Flickr Creative Commons/ André Mellagi

 

এখানকার মন্দিরের গায়ে জটিল কারুকার্য এবং বাৎসরিক নৃত্য-উৎসবের সৌজন্যে খাজুরাহো শহরের বেশ একটি আলাদারকম চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে। খাজুরাহোর দিব্যরূপে আলোকিত মন্দিরের সামনে ভারতবর্ষের বিভিন্ন পারম্পরিক নৃত্য-কলার সমাবেশে সপ্তাহব্যাপী এই উৎসব উদ্‍যাপন করা হয়। ভারতীয় ধ্রুপদী নৃত্যকলা যেমন, ভরতনাট্যম, কুচুপুরী, কথাকলি, ওডিশি এবং মণিপুরি পরিবেশন করেন বিখ্যাত শিল্পীরা, এই অনুষ্ঠানটি ভারতজোড়া দর্শক টেনে আনে এখানে।

2017-র তারিখ: ফেব্রুয়ারি 20 – 26, 2017

দিনসংখ্যা: উৎসবে কাটান 2-3 দিন, দিনগুলি কাটান মধ্যযুগীয় নগরী এই খাজুরাহো ঘুরে এবং রাতে দেখুন নাচের অনুষ্ঠানগুলি।

4. এশিয়ার পরিচ্ছন্নতম গ্রাম মেঘালয়ের মাওলিনং ঘুরে আসুন

Mawlynnong, Meghalaya, places to visit in winter in india
Flickr Creative Commons/ Ashwin Kumar

মাওলিনং-এর ছোট ছোট রাস্তাগুলি ঠিক যেন তুলি দিয়ে আঁকা ছবি! নোংরা-আবর্জনা ফেলার জন্য প্রতিটি বাড়ির বাইরে বাঁশের ঝুড়ি রাখা এবং স্থানীয় বাসিন্দারা দীর্ঘজীবনে বিশ্ৱাসী। গ্রামবাসীরা আকাশ দর্শন নামের 85 মিটার উঁচু বাঁশের টাওয়ারও তৈরি করেছে, যেখান থেকে আপনি একবারে পুরো গ্রামটিকে এবং সঙ্গে অন্য প্রান্তে বাংলাদেশও দেখতে পাবেন।

মাওলিনং গ্রামটি শিলং থেকে আনুমানিক 100 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আপনি অনেক জীবন্ত শিকড়ের ব্রিজ দেখতে পাবেন, বট গাছের ঝুরিগুলিকে স্থানীয় লোকেরা পেঁচিয়ে পেঁচিয়ে এরকম ব্রিজ তৈরি করেছে, এছাড়াও গ্রামজুড়ে রয়েছে অনেক খলবলে জলপ্রপাত।

দিনসংখ্যা: 1 দিন। এটিকে নিয়ে একটি পুরো ছুটি প্ল্যান করতে হলে শিলং এবং চেরাপুঞ্জিও চলে যান।

​5. বরফের ঢাল বেয়ে স্কি করতে ঘুরে আসুন উত্তরাখণ্ডের আউলি

Auli, places to visit in winter in india
Flickr Creative Commons/ Anuj Kumar Garg

 

স্কিইং-এ উদ্যমী লোকদের জন্য হিমালয় একটি অসাধারণ বিকল্প। বহু অভিজ্ঞ স্কি-পরিচালকদের বসতি এই আউলি নবিশ এবং অভিজ্ঞ দূরপথের স্কিয়ার – উভয়ের জন্যই একটি অসাধারণ জায়গা। নতিমাত্রার ব্যাপারে গাড়ওয়াল হিমালয়কে অনেক সময়ই আল্পস পর্বতের সঙ্গে তুলনা করা হয়, একজন স্কিয়ারের অভিজ্ঞতাকে অবিস্মরণীয় করে দিতে যতটুকু ঢাল দরকার ততটাই পাওয়া যায় এখানে।

চার্জ: আনুমানিক মাথা পিছু ₹3500

দিনসংখ্যা: 2-3 দিন

সেরা সময়: স্কিইং করতে চাইলে আউলি যাওয়ার সেরা সময় হল জানুযারী

​6. বর্ণবৈচিত্র্যে মোড়া পৌষ মেলা ঘুরে আসুন শান্তিনিকেতনে

Shantiniketan Poush Mela, places to visit in winter in india
Flickr Creative Commons/ Soumya P

পৌষ মেলা ঠাকুর পরিবারের শুরু করা একটি পরম্পরা যা ধীরে ধীরে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে বেড়ে উঠেছে, এবং এখন এখানে সারা পৃথিবী থেকে হাজার হাজার মানুষ আসেন। পৌষ মাসের এই উৎসবে আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তাঁর পরিবারের ব্রাহ্ম সমাজকে স্বীকার করার মুহূর্তকে উদ্‍যাপন করা হয়। এখানকার আকর্ষণ হল নানান ধরনের খাবারের স্টল, বিশাল ফেরি, অনেক মজার খেলা এবং স্থানীয় শিল্পীদের গান-বাজনা। উপজাতি-নৃত্য এবং আতসবাজি এই উৎসবমুখরতাকে আরও বাড়িয়ে তোলে এবং পৌষ মেলায় আসাকে সার্থক করে!

তারিখ: 23 থেকে 26 ডিসেম্বর, 2016

7. হিমাচলের বির-বিলিংএ প্যারাগ্লাইডিংএর আনন্দ উপভোগ করুন

Paragliding at Bir Billing, places to visit in winter in india
Flickr Creative Commons/ Fredi Bach

কাঙড়া অঞ্চলের দুটি ছোট ছোট শহর হল বির এবং বিলিং, হিমালয়ের ধৌলাধর পর্বতমালার মুখোমুখি। শীতের সময় কাঙড়া উপত্যকার আদীম সৌন্দর্য বির-বিলিং-কে প্যারাগ্লাইডিং-এর জন্য আদর্শ করে তোলে। বির-বিলিং-এ প্যারাগ্লাইডিং-এর অভিজ্ঞতা বিশ্বের সেরাগুলির একটি, আর সেজন্যই প্যারাগ্লাইডিং ওয়ার্ল্ড কাপ 2015 এখানে অনুষ্ঠিত হয়েছিল। বিলিং থেকে আপনাকে টেক অফ করার জন্য ড্রাইভ করতে হবে এবং ল্যাণ্ডিং বির-এ। মনাস্ট্রির অসাধারণ খাবার সহ বিশুদ্ধ তিব্বতীয় অভিজ্ঞতার জন্য আপনার ভ্রমণপথের নকশায় জুড়ে নিন ম্যাকলেওডগঞ্জকেও।

দিনসংখ্যা: 1-2 দিন

বির-বিলিংএ প্যারাগ্লাইডিং-এর খরচ: ট্রিপ প্রতি ₹ 2500

পায়ের তলায় সরষে কি এবার নড়ে উঠল শীতের দেশে অভিযানের জন্য? এখুনি আপনার ছুটি প্ল্যান করুন।