উত্তরাখণ্ড রাজ্য যেন সাজিয়ে রেখেছে সৌন্দর্যের পসরা। প্রাচীন শহর এবং পুণ্য তীর্থস্থল থেকে শুরু করে ছবির মত সুন্দর পাহাড়-পর্বত এবং গভীর ওয়াইল্ডলাইফ পার্ক - সব কিছু মিলিয়ে কুমায়ুন এবং গাড়ওয়াল অঞ্চলে কাটানো ছুটি আপনার ভেতরের আবেগী পর্যটককে উদ্দীপ্ত করে তুলবে। আপনার প্রতিটি গন্তব্য আপনার জন্য নিয়ে আসবে কোন না কোন নতুন অভিযানের প্রতিশ্রুতি এবং সেখানেই তার সৌন্দর্য। উইক-এণ্ড ব্রেক বা লম্বা ছুটি – আপনি যাই প্ল্যান করুন না কেন, আপনার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে, থাকার জন্য বেছে নিন এই বিলাসবহুল হোটেলগুলি্কে।
কোশী নদীর তীরে অবস্থিত দ্য রিভারভিউ রিট্রিট আপনাকে দেয় জিম করবেট ন্যাশনাল পার্কের পরিবেষ্টনের মাঝে থাকার অনুভূতি। গঠনগত দিক দিয়ে প্রকৃতির সঙ্গে সংমিশ্রণে তৈরি, আলাদা ডুপ্লে রুম এবং দুটি, তিনটি এবং চারটি বেডরুমের প্রাইভেট ভিলাগুলির মোট 62 টি ঘরই আপনাকে দূর থেকে পাহাড়ের মনোরম দৃশ্য উপহার দেবে। দ্য রিভারভিউ রিট্রিটের সুযোগ-সুবিধা একেবারে প্রথম-শ্রেণীর এবং এখানে আপনি গার্নি হাউস এবং এবং একটি মাল্টি-কুইজিন রেস্তোরাঁও পাবেন যেখান থেকে কোশী নদী দেখতে পাবেন; আরও পাবেন গ্রীল হাউস রেস্টুরেণ্ট এণ্ড বার আর একটি কনফারেন্স হল। নিখাদ আয়েশের কথা বলতে হলে, স্পা এবং ওয়েলনেস ট্রিটমেণ্টের সম্ভার আর সুইমিং পুলটি আপনার বিশ্রাম এবং আরাম সুনিশ্চিত করবে!
খরচ: রাত প্রতি ₹ 7,875 থেকে শুরু
লোকেশন: জিরো গার্জিয়া, করবেট ন্যাশনাল পার্ক, ধিকুলি, রামনগর, নৈনিতাল, উত্তরাখণ্ড 244715
Book Your Stay at Riverview Resort
নৈনিতালের ঘন সবুজ আর্যপট্ট চড়াইতে দণ্ডায়মান দ্য নৈনি রিট্রিট এক সময় মহারাজা পিলিভিতের গ্রীষ্মকালীন ঠিকানা ছিল। 1,195 মিটার উচ্চতায় এই হোটেলটি আপনাকে কুমায়ুন পাহাড় এবং নৈনি লেকের 360 ডিগ্রী ভিউ দিতে পারে। এটির বিলাসবহুল রুম এবং স্যুইট সহ সমগ্র জায়গা জুড়েই রয়েছে পু্রাতন যুগের সৌন্দর্য ও আধুনিক স্টাইলের এক সুসঙ্গত সহাবস্থান। দ্য নৈনি রিট্রিটে্র অতিথিরা মল্টিকুইজিন রেস্টুরেণ্ট এণ্ড বার, লাইভ মিউজিক এবং বনফায়ার নাইট ইত্যাদির মত পরিষেবার সুবিধা পান। অতিথিদের আরও একটু বেশি আপ্যায়নের জন্য, রিফ্রেশ ও তরতাজা করার জন্য এই হোটেল স্পা-টিতে ইউরোপিয়ান মসাজের পাশাপাশি ট্র্যাডিশনাল আয়ুর্বেদ ট্রিটমেণ্টেরও ব্যবস্থা আছে।
খরচ: রাত প্রতি ₹ 6,500 থেকে শুরু
লোকেশন: আর্যপট্ট, মল্লিতাল, নৈনিতাল, উত্তরাখণ্ড 263002
Book Your Stay at Naini Retreat
1913 সালে তৈরি দ্য হাভেলি হরি গঙ্গা আসলে কোন এক সময়কার হাভেলি যেটি এখন হরিদ্বারের একটি বিলাসবহুল হেরিটেজ হোটেল, যেখান থেকে আপনি গঙ্গা নদী দেখতে পাবেন এবং হর কী পৌড়ী এখান থেকে হাঁটা পথ। এই হোটেলটিকে অন্য আর পাঁচটা হোটেলের থেকে আলাদা করা যায় যে কারণে সেটি হল স্নানের জন্য এটি্র নিজস্ব ঘাট আছে। হোটেল হরি গঙ্গাতে আছে আধুনিক সমস্ত সুবিধায় পরিপূর্ণ 20 টি বাতানুকুলিত ঘর, যা অতিথিদের একই সঙ্গে রাজকীয় এবং আধ্যাত্মিক এক অনুভূতি দেয়। অতিথিরা হোটেলের ডাইনিং হলে অথবা চাইলে নদীর ঠিক ধারেই হোটেলের়ই মল্টি-কুইজিন নিরামিষ রেস্টুরেণ্ট চত্বরেও খাওয়া-দাওয়া করতে পারেন। হাভেলি হরি গঙ্গাতে ভজন-কীর্তনেরও ব্যবস্থা রযেছে এমনকি এখানকার স্পা-তে ভারতীয় আয়ুর্বেদ ট্রিটমেণ্টেরও সুবিধা আছে।
খরচ: রাত প্রতি ₹ 8,000 থেকে শুরু
লোকেশন: 21, পিলভিত হাউস, রামঘাট, হরিদ্বার, উত্তরাখণ্ড 249401
Book Your Stay at Haveli Hari Ganga
হৃষিকেশে আলোহা অন দ্য গ্যাঞ্জেস লক্ষ্মণ ঝুলার কাছে গঙ্গার ওপর এক চমত্কার জায়গায় অবস্থিত। বাগান এবং নদীর দিকে মুখ করা একাধিক রুম-ওয়ালা অ্যাপার্টমেণ্ট এবং সুপিরিয়র এবং ডিলাক্স রুম সহ ছুটিতে থাকার এই বিকল্পটি লম্বা ছুটির পর্যটক এবং পরিবারের জন্য আদর্শ। আলোহা অন দ্য গ্যাঞ্জেস-এর অতিথিরা মাল্টি-কুইজিন রেস্টুরেণ্ট - ল্যাটিটিউড এণ্ড প্যাটেও-তে মুক্ত বাতাসে বসে খাওয়া-দাওয়া করতে পারেন। এই হোটেলটির ভেতরেই একটি বেকারি আছে যেখানে আপনি পেয়ে যাবেন সুস্বাদু বেক এবং বাইট। আলোহা অন দ্য গ্যাঞ্জেস-এ অতিথিদের তরতাজা করে তোলার সমস্ত উপকরণ যেমন স্পা, ইনফিনিটি সুইমিং পুল, যোগা সেশন ইত্যাদি আপনাকে মানসিক, শারীরিক এবং আত্মিক শান্তির পথে চলতে উদ্বুদ্ধ করবে।
খরচ: রাত প্রতি ₹ 8, 200 থেকে শুরু
লোকেশন: ন্যাশনাল হাইওয়ে 58, তপোবন, হৃষিকেশ, উত্তরাখণ্ড 249192
Book Your Stay at Aloha on the Ganges
রাজাজী ন্যাশনাল পার্কের মধ্যে 10 একর জায়গা জুড়ে অবস্থিত ফরেস্ট রাজাজী ন্যাশনাল পার্ক রিসর্ট এই বিজনপ্রদেশে যেন আভিজাত্যের দম্ভ-স্তম্ভ। এটি পরিবেশ রক্ষার্থে রক্ষণশীল রীতি-রিওয়াজযুক্ত একটি ইকো-ফ্রেণ্ডলি রিসর্ট; এটির অ্যাটাচড ওয়াশরুম-ওয়ালা 20 টি সুপিরিয়র কটেজের যে কোনটিতেই আপনি থাকুন না কেন তা স্মরণীয় হয়ে থাকবে। অতিথিরা জিপ-ভ্রমণে উপভোগ করতে পারেন এই পার্কের নির্জনতা, যেখানে তাঁদের জন্য অপেক্ষা করে আছে বিস্তৃত পাহাড়ী অঞল, ঝরনা আর আঁকাবাঁকা তৃণভূমি। এই পার্কটি হাতিদের বাসভূমি, সুতরাং দু-একটি হাতির দল দেখতে পাওয়ার আশা রাখতেই পারেন। এছাড়াও রাজাজী ন্যাশনাল পার্ক রিসর্টে আরও যেসব আউটডোর অ্যাক্টিভিটি করা যাবে সেগুলি হল প্রকৃতির মাঝে হাঁটার অভিজ্ঞতা অর্জন করা, পাখি দেখা এবং মাছ ধরা।
খরচ: রাত প্রতি ₹ 5,525 থেকে শুরু
লোকেশন: ভিলেজ – সায়ার, পট্টি – উদয় পুর টল 2য়, পৌড়ী গাড়ওয়াল, উত্তরাখণ্ড
Book Your Stay at Forrest National Park Resort
হরিদ্বারের সবচেয়ে ভাল হোটেলগুলির নিঃসন্দেহে অন্যতম গঙ্গা লহরী গঙ্গার ওপর গৌ ঘাট-এর একটি উত্কৃষ্ট জায়গায় অবস্থিত এবং এখান থেকে হর কী পৌড়ী হাঁটা পথ। আধুনিক সুযোগ সুবিধা সহ স্থানবহুল এবং আরামদায়ক ঘরগুলি ছাড়াও এখানে পাবেন রিভার সাইড নামের একটি মাল্টি-কুইজিন নিরামিষ রেস্টুরেণ্ট, যেখান থেকে গঙ্গার পবিত্র জলও দৃশ্যমান। মন্দিরে দেবদর্শন-যাত্রীদের থাকার ব্যবস্থা করাই গঙ্গা লহরীর কর্মীদের প্রথম ও প্রধান দায়িত্ব। যোগ এবং মেডিটেশন সেশনের সঙ্গে সঙ্গে এই হোটেলটিতে ভজন এবং কীর্তনেরও আয়োজন করা হয়।
খরচ: রাত প্রতি ₹ 6,800 থেকে শুরু
লোকেশন: গৌ ঘাট, হর কী পৌড়ী, হরিদ্বার, উত্তরাখণ্ড 249401
Book Your Stay at Ganga Lahari Resort
উত্তরাখণ্ডের এইসব অনেক অনেক গৌরবময় মণিমাণিক্য খুঁজে পাওয়ার মনোবাঞ্ছা নিয়ে, ভূখণ্ডের বৈচিত্র উপভোগ করতে এখানেই প্ল্যান করুন আপনার পরের ছুটি। উত্তরাখণ্ডের এই বিলাসবহুল হোটেলগুলিকে থাকার ঠিকানা হিসাবে নির্বাচিত করে সমৃদ্ধ করুন নিজেকে।
#TravelGoal: Exploring Nainital on Foot
Tabassum Varma | May 27, 2019
6 Luxury Resorts in Uttarakhand for an Indulgent Holiday
Devika Khosla | May 13, 2019
Awesome Getaways to the Hills of Nanital and the Wilderness of Corbett
Smita Jha | Apr 19, 2017
Top 5 Things To Do In Nainital
Aditi Jindal | May 20, 2019
5 Treasured Memories From Hotel Pavilion In Nainital
Aditi Jindal | Apr 3, 2017
Encounter MP’s Wildlife Wonders at These Wow Jungle Resorts!
Surangama Banerjee | Mar 3, 2020
Experience Seekers Alert! These 7 Dreamy CGH Earth Resorts Are for You
Surangama Banerjee | Dec 26, 2019
Luxury Hotels in New South Wales that Offer the Best Window Views
Namrata Dhingra | Oct 17, 2019
Your Guide to Enjoying the Best Daycation in Delhi NCR!
Devika Khosla | Mar 17, 2020
Live the Luxe Life with an Experiential Stay at the Postcard Hotels!
Tabassum Varma | Aug 9, 2019
Pick These Unconventional Properties, to Holiday in Goa the Postcard Way!
Sunny Mishra | Aug 21, 2019
Whispering Palms Beach Resort Goa: A Dreamy Beachfront Stay
Surangama Banerjee | May 6, 2019
Top Hotels in Navi Mumbai for a Splendid Stay
Tabassum Varma | Apr 30, 2019