সিঙ্গাপুরের যে 10টি হোটেল আপনার বাচ্চাদের ভাল লাগবে

Chandana Banerjee

Last updated: Jun 15, 2017

Want To Go ? 
   

সিঙ্গাপুরে কেনাকাটার অজস্র ভাল জায়গা, আকর্ষণীয় মিউজিয়াম, এমিউজমেণ্ট পার্ক, এবং আপনার বেছে নেওয়ার মত অনেক কম খরচের হোটেল ইত্যাদি থাকার ফলে এখন আর এটি কোন আশ্চর্যের বিষয় নয় যে পরিবার এবং বাচ্চাদের নিয়ে ছুটি কাটানোর একটি প্রিয় জায়গা হয়ে উঠেছে। অতএব আপনি যদি সিঙ্গাপুরের টিকিট কেটে ফেলেন এবং কোন হোটেলে থাকবেন সে বিষয়ে চিন্তিত হো’ন, তাহলে বাচ্চাদের জন্য সুযোগ-সুবিধাযুক্ত আমাদের এই হোটেলের তালিকাটি আপনার কাজে লাগবে।

অর্চার্ড হোটেল

আপনি যদি আপনার বাচ্চাদের নিয়ে পায়ে হেঁটে মল, মিউজিয়াম এবং এমিউজমেণ্ট পার্কে ঘুরে বেড়াতে চান, তাহলে সিঙ্গাপুরের কেনাকাটা এবং বিনোদনের এলাকার একেবারে কেন্দ্রে অবস্থিত এই চার-তারা হোটেলটি আপনার থাকার যথার্থ জায়গা। আবার যদি আপনি এখানকার এশিয়ান স্টাইলের আরামদায়ক রুমে কিছুটা ব্যক্তিগত সময় কাটাতে চান, তাহলে আপনি কিছু অতিরিক্ত মূল্যের বিনিময়ে বাচ্চার জন্য একজন পরিচারিকাও নিয়োগ করে নিতে পারেন। তাহলে আপনি আপনার বাচ্চাকে অন্যের যত্নে রেখে ফিটনেস সেণ্টারে ওয়ার্কআউট করতে পারেন, ডুব দিয়ে নিতে পারেন এখানকার পুলে, অথবা ঘুরে বেড়াতে পারেন এদিক ওদিক। এছাড়াও হোটেলটি থেকে বাচ্চাদের জন্য ড্রাইং বুক, ক্রেয়ন এবং স্নানের বিশেষ উপকরণ দিয়ে সাজানো একটি কমপ্লিমেণ্টারি প্যাকও দেওয়া হয় – যা আপনার বাচ্চাকে ব্যস্ত রাখবে। আপনি যখন আপনার বাচ্চাকে জাম্মিতেই খাবার খাওয়াতে চাইবেন তখন হাতের কাছেই রুমের ভেতরেই পেয়ে যাবেন এঁদের খাবার মেনু।

খরচ: রাত প্রতি ₹ 10,512 থেকে শুরু

লোকেশন: 442 অর্চার্ড রোড, সিঙ্গাপুর, 238879, সিঙ্গাপুর

Book Your Stay at Orchard HotelBook Your Stay at Orchard Hotel

ফিউরামা রিভারফ্রণ্ট

Furama-riverfront

চায়নাটাউন এবং অর্চার্ড রোডের মাঝামাঝি অবস্থিত ফিউরামা রিভারফ্রণ্ট সিঙ্গাপুর আপনার থাকার জন্য একটি খুব ভাল জায়গা, বিশেষতঃ, যদি আপনি সঙ্গে বাচ্চা নিয়ে বেরোন। এখানে সাধারণ সমস্ত সুযোগ সুবিধা আছেই, সঙ্গে যে বিশেষ সুবিধাটি এই হোটেলটিকে আরও আকর্ষণীয় করে তোলে সেটি হল এখানকার ফ্যামিলি রুম এবং থিম রুম। বাচ্চাদের সুবিধার সমস্ত উপকরণ, বাঙ্ক বেড, এক্সবক্স কনসোল দেওয়া এই রঙিন রুমগুলি বাচ্চাদের সঙ্গে নিয়ে মুভি নাইট উপভোগ করার জন্য এবং পুলে খেলার সময় মজা করার জন্য দারুন। এছাড়াও এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য অলাদা জায়গা আছে, যেখানে কচি-কাচারা কার্টুন দেখতে পারে, এক্টিভিটি শিট নিয়ে খেলতে পারে, এর মাঝেই আপনি হোটেলের ভেতরেই কোন একটি রেস্টুরেণ্টে শান্তিতে বসে ডিনার সেরে নিতে পারবেন।

খরচ: রাত প্রতি ₹ 8,136 থেকে শুরু

লোকেশন: 405 হ্যাভলক রোড, সিঙ্গাপুর 169633

Book Your Stay at Furama RiverfrontBook Your Stay at Furama Riverfront

পেরাক হোটেল

সিঙ্গাপুরের কম খরচের সেরা হোটেলগুলির মধ্যে অন্যতম, রুচিসম্মতভাবে সাজানো এই জায়গাটি লিটল ইণ্ডিয়ার ভেতর সুন্দরভাবে পুনর্নির্মিত একটি প্রপার্টির মধ্যে অবস্থিত। মুস্তাফা সেণ্টার এবং সিটি স্কোয়ার মলের খুব কাছে, এবং সিঙ্গাপুরের সবচেয়ে বড় মলগুলির মধ্যে অন্যতম বাগিস জংসন-এর থেকে 5-মিনিটের হাঁটা পথের দূরত্বে অবস্থিত এই হোটেলটিতে রয়েছে 35টি চমত্‍কার রুম এবং এখানে 5 বছরের নীচে বাচ্চাদের জন্য অতিরিক্ত চার্জও লাগে না।

খরচ: রাত প্রতি ₹ 3,711 থেকে শুরু

লোকেশন: 12 পার্ক রোড, সিঙ্গাপুর, 208133

Book Your Stay at Perak HotelBook Your Stay at Perak Hotel

হোটেল 81 ডিক্সন

hotel-81-dickson

মুস্তাফা সেণ্টার এবং সিটি স্কোয়ার মল থেকে 5-মিনিটের হাঁটা পথের দূরত্বে লিটল ইণ্ডিয়ার মধ্যে অবস্থিত হোটেল 81 ডিক্সন ব্যয়-সচেতন পর্যটকদের জন্য একটি আরামদায়ক ঠিকানা। উক্ত কেনাকাটার দুটি জায়গাতেই সমস্ত বয়সের মানুষ ঘণ্টার পর ঘণ্টা মজা করতে পারবেন। সিঙ্গাপুর ন্যাশনাল মিউজিয়াম, গার্ডেন্স বাই দ্য বে, ক্যাম্পং গ্ল্যাম এবং সানটেক সিটি মল ইত্যাদি সিঙ্গাপুরের জনপ্রিয় আকর্ষণগুলি এখান থেকে গাড়িতে 5 মিনিটের রাস্তা। হোটেল 81 ডিক্সন-এ আপনি পাবেন হাই-স্পীড ওয়াই-ফাই, ঊষ্ণ-পানীয় বানিয়ে নেবার সুবিধা, এবং এয়ার-কণ্ডিশনারও, যাতে এখানে থাকলে আপনি সবক’টি দিকই উপভোগ করে যেতে পারেন।

খরচ: রাত প্রতি ₹ 3,711 থেকে শুরু

লোকেশন: 3 ডিক্সন রোড, সিঙ্গাপুর 209530

Book Your Stay at Hotel 81 DicksonBook Your Stay at Hotel 81 Dickson

দ্য ফুলার্টন হোটেল

আপনার সিঙ্গাপুর ভ্রমণের গল্পে আরও একটি অতিরিক্ত অভিজ্ঞতা জুড়ে নিতে বুক করুন দ্য ফুলার্টন হোটেল। একটি জাতীয় সৌধ হিসাবেও পরিচিত এই ফুলার্টন বিল্ডিং স্থাপিত হয়েছিল 1928-এ, এখানে একসময় সিঙ্গাপুর জেনারেল পোস্ট অফিস, এক্সচেঞ্জ রেফারেন্স লাইব্রেরী, এক্সচেঞ্জ রুম-ও ছিল। এই বিশালাকায় বিল্ডিংটি এখন 400-রুমের একটি পাঁচতারা হোটেল। রাফলস প্লেস MRT স্টেশন এবং অর্চার্ড রোড থেকে মাত্র দু’ কিলোমিটার দূরে এই হোটেলটি সুবিধাজনক জায়গায় অবস্থিত। আপনার বাচ্চাকে ব্যস্ত রাখার জন্য হোটেল থেকেই মেরিটাইম টুর এবং মনুমেণ্ট টুর অফার করা হয়।

খরচ: রাত প্রতি ₹ 15,416 থেকে শুরু

লোকেশন: 1 ফুলার্টন স্কোয়ার, সিঙ্গাপুর

Book Your Stay at The Fullerton HotelBook Your Stay at The Fullerton Hotel

ভি হোটেল ল্যাভেণ্ডার

v-hotel-lavender

কলং এরিয়াতে জেলিকো রোডে অবস্থিত এই ছিমছাম হোটেলটি ল্যাভেণ্ডার মেট্রো স্টেশন থেকে হাঁটা পথের দূরত্বে অবস্থিত। দ্য এলাইভ মিউজিয়ামটি হোটেল থেকে পাঁচ মিনিট দূরে। MRT-ও  কাছেই, অর্থাত্‍ সিঙ্গাপুরে এসে এক জায়গা থেকে আর এক জায়গায় কিভাবে পৌঁছোবেন, সেই চিন্তা ছাড়াই ঘুরে বেড়াতে পারবেন – বাচ্চা সঙ্গে নিয়ে বেরোলে, এটি আপনার জন্য একটি বিশাল বাড়তি সুবিধা। এবং আপনার বাচ্চা যদি হোটেলের আশে পাশে খেলে বেড়াতে চায়, তাহলে এখানে পেয়ে যাবেন 12-ইঞ্চ পিত্‍জাস এণ্ড রেকর্ডস – হোটেলের ভেতরেই একটি হোটেল, বাচ্চাদের জলখাবার খাওয়ার ইচ্ছে হলে এখানে নিয়ে যেতে পারেন। ভি হোটেল ল্যাভেণ্ডারের আরামদায়ক রুমগুলিতে রয়েছে LED TV, যাতে দুরন্ত কিছু চ্যানেলও পেয়ে যাবেন, আপনার বাচ্চার জন্য কিছু খাবার সঞ্চয় করতে চাইলে ফ্রীজ-ও পেয়ে যাবেন, এবং আছে হাই-স্পীড ওয়াই-ফাইও।

খরচ: রাত প্রতি ₹ 5,866 থেকে শুরু

লোকেশন: 70 জেলিকো রোড, সিঙ্গাপুর 208767

Book Your Stay at V Hotel LavenderBook Your Stay at V Hotel Lavender

প্যান পেসিফিক অর্চার্ড হোটেল

পরিকল্পনা-মাফিকভাবেই অর্চার্ড রোডের ওপর নির্মিত প্যান পেসিফিক অর্চার্ড হোটেল অর্চার্ড MRT স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথ, যার ফলে আপনি ION অর্চার্ড, হুইলক প্লেস, প্যালাইস রেনেসাঁ এবং সিঙ্গাপুর বটানিক গার্ডেন ইত্যাদি কেনাকাটার জায়গা ও বিনোদন কেন্দ্রে পৌঁছানো অনেক সহজ হয়ে যায়। এই হোটেলটিতে আপনার বাচ্চাকে ব্যস্ত রাখার নানান কার্যসূচী পেয়ে যাবেন, এবং ছোট বাচ্চাদের জন্য পেশাগত শিশু-পরিচারিকা পরিষেবারও ব্যবস্থা আছে। বাচ্চাদের এক গুচ্ছ কম্প্লিমেণ্টারি সুযোগ-সুবিধা যেমন, ড্রইং বুক এবং ক্রেয়ন, বাচ্চাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র লোন হিসাবে পাওয়ার সুবিধা, এবং বচ্চাদের ঘরের ভেতরেই ডাইনিং মেনু – ইত্যাদি ব্যবস্থা সকলকেই ছুটি আনন্দে কাটাতে সাহায্য করবে।

খরচ: রাত প্রতি ₹ 17,039 থেকে শুরু

লোকেশন: 10 ক্লেমোর রোড, সিঙ্গাপুর 229540

Book Your Stay at Pan Pacific Orchard HotelBook Your Stay at Pan Pacific Orchard Hotel

রমাদা হোটেল

ramada-hotel

সিঙ্গাপুরের ব্যালেস্টায়ার/নোভেনা জেলায় অবস্থিত, আর্গোনোমিক-ভাবে ডিজাইন করা রমাদা হোটেল নোভেনা MRT স্টেশন থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ। এখানে একটি কম্প্লিমেণ্টারি শাটল পরিষেবাও পেয়ে যাবেন যেটি আপনাকে নোভেনা MRT স্টেশন এবং অর্চার্ড রোড থেকে নিয়ে আসবে এবং পৌঁছে দেবে; এবং বাচ্চাদের নিয়ে আপনি সারাদিন বেশ মজা করে কাটাতে পারবেন। জোংশাং মল এখান থেকে একেবারে কাছে, স্কিপিং করুন বেরিয়ে পড়ুন হোটেল থেকে। আপনার বাচ্চাকে নিয়ে বাইরে বেরিয়ে আনন্দ করার জন্য এগিয়ে যান রমাদা হোটেল থেকে 10 মিনিট দূরে সিঙ্গাপুর বটানিক্যাল গার্ডেনের দিকে। আপনি যদি আপনার ঘরের মধ্যেই আরাম করতে চান, তাহলে শহরের খোলা দৃশ্য দেখা যায় এমন বড় বড় বে উইণ্ডোযুক্ত এখানকার 384টি ঘরের যেকোন একটিতে থাকলেই আপনি সুন্দর অভিজ্ঞতা গ্রহণ করতে পারবেন। হোটেলের বাইরের চত্বরে পুল, জোংশাং পার্কে এশিয়ান রেস্টুরেণ্ট, এবং এখানকার হাই-স্পীড ওয়াই-ফাই এখানে আপনার অবস্থানকে আরও মজাদার করে তুলবে।

খরচ: রাত প্রতি ₹ 7,694 থেকে শুরু

লোকেশন: 16 আহ হুড রোড, সিঙ্গাপুর 329982

Book Your Stay at Ramada HotelBook Your Stay at Ramada Hotel

হোটেল বস

hotel-boss

এই মডার্ন হোটেলটি ল্যাভেণ্ডার MRT স্টেশন থেকে 450 মিটার দূরে ভিক্টোরিয়া স্ট্রীটে অবস্থিত। সিটি স্কোয়ার মল এবং দ্য চার্চ অফ আওয়ার লেডি অফ লওর্ডেস এখান থেকে কাছেই, ফলে আপনি বেশি দূর না গিয়েই আপনার বাচ্চাকে নিয়ে ছোট খাটো ভ্রমণ করে আসতে পারবেন। সুন্দরভাবে সাজানো এখানকার 1,500টি ঘরই সমস্ত আধুনিক সুযোগ সুবিধাযুক্ত এবং হোটেলটির বাইরে রোদ্দুরে মজা করার জন্য একটি পুলও আছে। এছাড়াও খুদেদের ব্যস্ত রাখার জন্য হোটেলটিতে একটি বাচ্চাদের খেলার জায়গাও আছে।

খরচ: রাত প্রতি ₹ 4,756 থেকে শুরু

লোকেশন: 500 জলন সুলতান, সিঙ্গাপুর 199020

Book Your Stay at Hotel BossBook Your Stay at Hotel Boss

ডেজ হোটেল

Days-Hotel

ডেজ হোটেল থেকে আপনি দেখতে পাবেন জোংশাং পার্ক; এবং পাবেন চমত্‍কার আতিথেয়তা; এই হোটেলে আরও পাবেন থাকার জন্য সুন্দর ঘর, এবং ঘুরে দেখার জন্য আশেপাশেই পেয়ে যাবেন বৈচিত্র্যপূর্ণ বাজার। বালাস্টিয়ার রোড এবং সসানরমসি বৌদ্ধ মন্দির থেকে পাঁচ মিনিট দূ্রে, এবং দুটি শপিং মল থেকে গাড়িতে চড়ে অল্প দূরেই অবস্থিত এই হোটেলটি আপনাকে আরামে থাকতে এবং কাছাকাছি বেশ আকর্ষণীয় কিছু জায়গা ঘুরে আসতে সাহায্য করবে। ঝঞ্ঝাটমুক্তভাবে শহরে ঘুরে বেড়ানোর জন্য নোভেনা MRT স্টেশন এবং অর্চার্ড রোডে যাওয়ার জন্য কমপ্লিমেণ্টারি শাটলও ব্যবহার করতে পারেন।

খরচ: রাত প্রতি ₹ 5,138 থেকে শুরু

লোকেশন: 1 জলন রাজাহ, সিঙ্গাপুর 329133

Book Your Stay at Days HotelBook Your Stay at Days Hotel