ভ্রমণে আপনি কেন যান? আপনার লিস্টের এক একটি জায়গা দেখতে, রোজগার রুটিন থেকে ব্রেক নিতে, নতুন নতুন লোকজনের সঙ্গে আলাপ করতে নাকি নতুন নতুন খাবার খেতে? এই সব কিছুর সঙ্গে সঙ্গে, কোন কোন জায়গার সাংস্কৃতিক পরম্পরাও একটি কারণ হয়ে ওঠে সেই জায়গাটিতে যাওয়ার জন্য। নানা রঙের বৈচিত্র্যে ভরা ভারতবর্ষে এরকম আকর্ষণ প্রচুর রয়েছে। আমরা আপনার জন্য ভারতের সেরা 10 টি সাংস্কৃতিক জায়গা বেছে দিলাম।
এই শহরের আসল স্বাদ পেতে হলে আপনাকে বেরিয়ে পড়তে হবে আমেদাবাদের হেরিটেজ নাইট ওয়াকে, নানান হাভেলী ও মনুমেণ্ট দেখার পর শেষ করবেন মেনেক চকের স্থানীয় সুস্বাদু খাবার দিয়ে। ভারতীয় বয়নশিল্পের সূক্ষ্মতার এক ঝলক দেখে নিন ক্যালিও মিউজিয়ামে। শহর থেকে 100 কিলোমিটার দূরে পুষ্পবাটী নদীর তীরে অবস্থিত মোধেরার সূর্যমন্দির; 1026 খ্রীষ্টাব্দের এই মন্দিরে দেখতে পাবেন কিছু অসাধারণ স্থাপত্যকলা। অথবা পাটনের (108 কিলোমিটার দূরে) দিকে যেতে পারেন প্রাচীন সিঁড়িওয়ালা কুঁয়ো দেখার জন্য। এখান থেকে ট্র্যাডিশনাল পটোলা শাড়ি সংগ্রহ করতে ভুলবেন না।
Book Your Flight to Ahmedabad Here!
মন্দির একটি শহরের ঐতিহ্যকে নিশ্চিতরূপে প্রতিফলিত করে, আর সেদিক দিয়ে তামিলনাড়ু অবশ্যই ভারতের সেরা 10 টি সাংস্কৃতিক জায়গার মধ্যে পড়ে। তাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দির এবং সঙ্গে তাঞ্জাভুর মারাঠা প্যালেস ঘুরে আসুন। তাঞ্জোর পেণ্টিং-এ কিছু অনুদান দিয়ে আসুন, এটি লুপ্তপ্রায় একটি কলা। তিরুচিরাপল্লীতে শহরের সীমান্ত বরাবর দণ্ডায়মান সপ্তদশ শতকের রক ফোর্ট দেখে আসুন, এর ভেতর পাথর কেটে বানানো দুটি মন্দিরও রয়েছে। আর সবশেষে মীনাক্ষী অম্মন টেম্পলের উঁচু গোপুরমের (গেটওয়ে টাওয়ার) মাঝে গিয়ে দাঁড়ান।
Book Your Flight to Madurai Here!
আকর্ষণীয় সব মন্দিরের জন্য আর একটি বিখ্যাত জায়গা হল ওড়িশা; ভুবনেশ্বরেই রয়েছে প্রায় 700 মন্দির। একাদশ শতকের লিঙ্গরাজ মন্দির চত্বর, দশম শতাব্দীর মুক্তেশ্বর মন্দিরের অতি চমত্কার খোদাইকার্য, এবং কোন মন্দিরবিহীন অনবদ্য রাজারানি মন্দির হল এদের মধ্যে কয়েকটি। এছাড়াও পুরীর সমুদ্রের ধারে রয়েছে জগন্নাথ দেবের মন্দির, এখানকার রথযাত্রা দেখবার মত বটে। আর সবচেয়ে নিখুঁতভাবে খোদাই করা মন্দির হল কোণার্ক মন্দির (পুরী থেকে 35 কিলোমিটার দূরে)। একটি বিশাল রথের আকারে তৈরি এই UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটির বেশিরভাগ অংশই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, কিন্তু তাও এটি আমাদের পূর্বজ স্থপতিদের স্থাপত্যকলার সূক্ষ্মতাকে মনে করিয়ে দেয়।
Book Your Flight to Bhubaneshwar Here!
ব্যস্ত পুরোনো বাজার এবং সুন্দর মসজিদের পুরোনো ভোপাল শহর আপনাকে মুঘলদের সময়ে নিয়ে যাবে। মুঘলরা তাদের উত্তরাধিকার রেখে গেছে এশিয়ার বৃহত্তম মসজিদ তাজ-উল-মসজিদের আকারে; এর গোলাপী সিংহদ্বার এবং মার্বেলের গম্বুজাকৃতির মিনার-চূড়াগুলির জন্য। আর একটি গুরুত্বপূর্ণ মসজিদ হল মোতি মসজিদ, যেটি স্থাপত্যের দিক দিয়ে দিল্লীর জামা মসজিদের-ই মত। শহর থেকে 40 কিলোমিটার বাইরে রয়েছে ভীমবেটকা – প্রাচীন রক শেলটার এবং পেণ্টিং এর জন্য বিখ্যাত একটি প্রত্নতাত্বিক সাইট।
Book Your Flight to Bhopal Here!
গড’স ওন কাণ্ট্রি অফ কেরালা প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ – ব্যাকওয়াটার থেকে শুরু করে পুরোনো বীচ – সর্বত্র। কেরালায় আমার প্রিয় জায়গা হল ছোট্ট রত্নখণ্ডের মত কোচির দুর্গ। এর্নাকুলাম থেকে নৌকায় চড়ুন (একদিকে 3 টাকা মাত্র!) এবং পৌঁছে যান এই পিচ্ছিল পর্তুগীজ ধাঁচের এই শহরটিতে। সারিবদ্ধভাবে লাগানো চাইনিজ ফিশিং নেট বরাবর হাঁটতে থাকুন, এমনকি আপনি নম্রভাবে অনুরোধ করলে জেলেরা আপনাকে তাদের মাছ ধরতে ’সাহায্য’ করতেও দিতে পারেন। এই বিচিত্র ইহুদি শহরটি ঘুরে আসুন, এখানে একটি বাজারের মাঝে দণ্ডায়মান একটি সিনাগগও রয়েছে, আর এই বাজারটিতে পুরোনো জিনিস থেকে মশলাপাতি সব কিছুই পেয়ে যাবেন। সন্ধ্যেবেলা কথাকলি এবং কলরিপয়ত্তু দেখতে যেতে পারেন গ্রীনিক্স ভিলেজে।
Book Your Flight to Cochin Here!
প্রাসাদের শহর মাইশোরের দুটি গর্বের বিষয় হল কারুকার্যখচিত মাইসোর প্যালেস, যেখানে রয়েছে একটি আকর্ষণীয় মিউজিয়াম, এবং সন্ধ্যেবেলা হাজার হাজার আলোর রশনীতে এক অদ্ভূত্ সৌন্দর্য উপস্থাপন করে। আর অন্যটি হল জগমোহন প্যালেস, এটিকে এখন একটি আর্ট গ্যালারি্বানিয়ে দেওয়া হয়েছে। এই শহরে আরও পাঁচটি প্যালেস, অনেক লেক, গার্ডেন এবং মন্দিরও। একদিনের ট্রিপে শ্রীরঙ্গপত্ন (55 কিলোমিটার দূরে) রঙ্গনাথস্বামী এবং টিপু সুলতানের সামার প্যালেস দেখে নিতে পারবেন।
ভারতে এমন কোন শহর যদি থেকে থাকে যাকে এক কথায় গ্র্যাণ্ড ডেম বলা যায় তাহলে সেটি হল কোলকাতা। কোলকাতার অতীত জানতে ঘুরে নিন ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেণ্ট. পল’স ক্যাথ্রিডাল এবং গ্রীক ও রোমান স্থাপত্যের মেলবন্ধনের নিদর্শন রাইটার’স বিল্ডিং। চন্দন নগরের (30 কিলোমিটার দূরে) প্রাচীন ফরাসী কলোনীতে রয়েছে প্রচুর সুন্দর সুন্দর বাড়ি, মনুমেণ্ট এবং নদীতীরবর্তী স্ট্র্যাণ্ড। নোবেল লরিয়েট রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন এখান থেকে 180 কিলোমিটার দূরে, এবং ইতিহাসের পোকারা একদিনের ট্রিপ করতে পারেন এখানে।
Book Your Flight to Kolkata Here!
গোলাপী শহর জয়পুর অসাধারণ সমস্ত প্যালেস, হাভেলী, এবং মনুমেণ্টে ভরা। শহরের বাইরে 11 কিলোমিটার দূরে বিশালাকায় আমের (অম্বর) ফোর্ট একটি মূল আকর্ষণ, বিশেষ করে এর সুসজ্জিত প্রবেশ-তোরণ, জটিল জাফরির কাজ এবং বিশাল শীষ মহলের জন্য। হাওয়া মহল, সিটি প্যালেস, নানান বাজার পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন। এই শহরটি ব্লক প্রিণ্টিং ইণ্ডাস্ট্রি এবং রঙ-বেরঙের বন্ধনী্র কাজের জন্য বিখ্যাত, জয়পুরী রেজাইয়ের কথা আর নাই বা বললাম।
Book Your Flight to Jaipur Here!
রোম্যাণ্টিক লেকের শহর উদয়পুর সবচেয়ে ভালভাবে দেখা যায় লেক পিচোলাতে নৌকায় চড়ে। এই সৌন্দর্যের ওপর আরও সংযোজন হল সিটি প্যালেস কমপ্লেক্স এবং লেকের মাঝে জগ মন্দির। লেকের পাশে গঙ্গার ঘাটের বগোড়ে কী হাভেলী ঘুরে আসুন; এটি 100 রুম, প্রচুর অঙ্গন এবং অসংখ্য গৌরবময় ফ্রেসকো সম্বলিত একটি হাভেলী। সন্ধ্যাবেলা এখানে লোকনৃত্য পরিবেশিত হয়। উদয়পুর থেকে হিল স্টেশন মাউণ্ট আবু একদিনে ঘুরে আসতে পারবেন, এখানে দেখতে পাবেন দিলওয়ারা টেম্পলের মার্বেল পাথরের সূক্ষ্ম খোদাইকার্য।
Book Your Flight to Udaipur Here!
বারাণসী হল প্রচুর মন্দির, নদীর ধারের ঘাট, রঙ-বেরঙের বাজার এবং গেরুয়াধারী সাধুদের শহর। গঙ্গাবক্ষে নৌকাবিহার করুন, ঘুরে দেখুন বারাণসীর সরু গলি, এবং অসংখ্য ময়রার দোকানে স্থানীয় খাবার চেখে দেখুন। সন্ধ্যাবেলা গঙ্গারতি দেখুন, ঘণ্টাধ্বনি, মন্ত্রোচ্চারণ, অগ্নি এবং ধুপ – সব কিছু মিলিয়ে এটি সত্যি-ই এক উত্সাহোদ্রেককারী অভিজ্ঞতা। যখন এখানে পাঁচদিনব্যাপী ক্লাসিক্যাল গান ও নাচের অনুষ্ঠান হয় অথবা দীপাবলীতে যখন গঙ্গার ঘাটগুলি সহস্র প্রদীপে সেজে ওঠে – এগুলি বারাণসী বেড়াতে যাওয়ার সেরা সময়।
Book Your Flight to Varanasi Here!
তাহলে 2014 এ আপনার সংস্কৃতিকে ঝালিয়ে নিন। আমাদের প্যাকেজের সঙ্গে টুর প্ল্যান করুন এবং আজই আপনার টিকিট বুক করুন!
Holidays Made for You (and Everyone You Love) in Ras Al Khaimah
Swechchha Roy | Oct 6, 2025
Travel Light, Shoot Smart: Roshani Shah’s Guide to Travel Photography
Pallak Bhatnagar | Oct 15, 2025
Through the Lens: Capturing Global Wonders with Sony Cameras
Pallak Bhatnagar | Oct 6, 2025
Turn Your Holiday into a Love Story in Ras Al Khaimah!
Swechchha Roy | Sep 26, 2025
Colours of Mexico: From Capital Streets to Caribbean Shores
Pallak Bhatnagar | Aug 26, 2025
Chasing Sunsets in Morocco: An 8-Night Journey of Soul and Spice
Pallak Bhatnagar | Aug 22, 2025
Unveiled: A Line-up of Exciting Events in Abu Dhabi!
Surangama Banerjee | Jul 3, 2025
5 Off-the-grid Places You Need to Visit with the Oppo Reno14
Tanya Sharma | Jul 2, 2025