যখন বলা হয় অল রোডস লিড টু রোম, তখন খুব স্বাভাবিকভাবেই ইটালির মধ্যে সবচেয়ে ব্যয়বহুল শহর এটিই। মনুমেণ্ট এবং মিউজিয়ামের প্রবেশমূল্য অত্যধিক বেশি এবং সম্প্রতি রুপি-র যা ভারতীয় মূল্য তাতে, কোলোসিয়াম, দ্য ভ্যাটিক্যান মিউজিয়াম (সিসটাইন চ্যাপেল সহ) এবং ভিলা বরগিজ – এই ক’টি জায়গা দেখতেই সম্পদের একটা ছোটখাট অংশ বিকিয়ে দিতে হবে। তবে এই শহরে আরও অনেক কিছু আছে যা আপনি আপনার মূল্যবান ইউরো খরচ না করেও করতে পারেন। এখানে ফ্রিতে করার মত 5টি জিনিস আপনার জন্য তুলে ধরা হল:
নিশ্চয়ই, পিয়াজা সান পিয়েট্রো এবং দ্য ব্রাসিলিকা ডি সান পিয়েট্রো দুটিই ভ্যাটিক্যান সিটিতে কিন্তু বিশ্বের ক্ষুদ্রতম এই দেশটি রোমের একেবারে মাঝখানে অবস্থিত! বেরিনির নক্সা করা এই আকর্ষণীয় চৌমাথাটি ক্যাথলিকদের সমস্ত পবিত্র জায়গাগুলির মধ্যে অন্যতম। নবজাগরণের যুগের এই গির্জাটি অতিসমৃদ্ধভাবে সাজানো এবং মাইকেল অ্যাঞ্জেলোর একটি সেরা কৃতি -পিয়েতা রয়েছে এখানে। এবং এখানকার ড্রেস কোড অবশ্যই মেনে চলুন – খোলা কাঁধ না, শর্ট বা মিনিস্কার্ট না – এবং গোটা ইটালির সমস্ত চার্চেরই এই এক নিয়ম।
একটি তিন-রাস্তার মোড়ে অবস্থিত বিশালাকার ফাউণ্টেন দি ত্রেভি হল রোমের বৃহত্তম ব্যারক ফাউণ্টেন এবং এটি বিশ্বের একটি আইকনিক জায়গাও বটে। ফাউণ্টেনটির নীচের ধাপগুলিতে গিয়ে ফাউণ্টেনে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে বাঁ কাঁধের ওপর কয়েন ছুঁড়ে টস করাটা একটা রীতি, এতে নাকি বুঝতে পারবেন আপনি আবার এই শহরে ফিরে আসবেন কিনা; কিন্তু এই জায়গাটি দিনের সব সময়ই এত ভিড়ে ভরা থাকে যে ঐ জায়গায় পৌঁছোনোই মুশকিল! দিনের শুরুতেই এই ফাউণ্টেনটি দেখে নেবার চেষ্টা করুন, অথবা আবার সন্ধ্যের দিকে। সন্ধ্যার পরের আলো এই ফাউণ্টেনের আলোকসজ্জার সঙ্গে মিশে গিয়ে এক অদ্ভূত সোনালী আভা তৈরি করে, যাতে খোদাই করা মূর্তিগুলি্কে প্রায় জীবন্ত বলে মনে হয়।
রোমে পিয়াজা ন্যানোভা, পিয়াজা দেল ক্যাম্পো দে’ ফিওরি-র মত প্রচুর বিখ্যাত পিয়াজা রেয়েছে। যাই হোক এই পিয়াজাটি ষষ্ঠ শতাব্দীতে নির্মিত এবং সবচেয়ে চমকপ্রদ যে ব্যাপারটি সেটি হল এটির নকসা করেছিলেন মাইকেল অ্যাঞ্জেলো, এখানে কি আছে তার চেয়েও বেশি আকর্ষণীয় যেভাবে যে জায়গায় এটি আছে। ক্যাপিটোলাইন হিলের সিঁড়ি বেয়ে ওপরে উঠে যান, এই সিঁড়িটি আপনাকে নিয়ে যাবে পিয়াজা অবধি, সেখানে প্রাচীন রোমকে আপনার চোখের সামনে দেখতে পাবেন – মন্দিরের ধ্বংসাবশেষ, রোমান ফোরাম এবং তার ওপর পেছন থেকে রাজকীয় ভঙ্গীতে মাথা উঁচু করে থাকা কোলোসিয়াম।
এই গির্জাটির আসল নামটি একটি দাঁতভাঙা শব্দ – চিয়েসা দি সান্টা মারিয়া ডেলা কনসেজিওন দেই ক্যাপচিনি অর্থাত্ দ্য চার্চ অফ আওয়ার লেডি অফ দ্য কনসেপশন অফ দ্য ক্যাপুচিনস। সপ্তদশ শতাব্দীর এই চার্চটি ভিয়া ভেনেটো (ফেলিনির 1960-র ছবি – লা ডোলকে ভিটা-র পর থেকে বিখ্যাত হয়েছে) পিয়াজা বারবেরিনি এবং ত্রেভি ফাউণ্টেনের কাছেই অবস্থিত। এই চার্চের ভেতরকার সাজসজ্জা দেখবার মত, কিন্তু আরও বিস্ময়কর হল ক্যাপুচিন সমাধিগৃহটি। 4,000 খ্রীষ্টান ভিক্ষুর অস্থি এখানে রয়েছে এবং সেগুলিকে একটি স্থাপত্যের রূপ দেওয়া হয়েছে। পাঁচটি সমাধিগৃহের প্রত্যেকটিতে আলাদা আলাদা স্থাপত্য – অবশ্যই ভুতুড়ে দৃশ্য বটে।
তেবেরে বা তিবার নদী রোমের মাঝখান দিয়ে প্রবাহিত হয় এবং নদীর পাড়ে অবস্থিত শহরের অংশটি ত্রস্তেভেরে (আক্ষরিক অর্থেই) নামে পরিচিত। এই প্রতিবেশী জায়গাটি সরু গলির ধাঁধা, পাথর-বাঁধানো রাস্তা, সুন্দর সুন্দর বাগান, প্রচুর চার্চ এবং দারুন দারুন রেস্তোরাঁতে ভরা। সঙ্গে একটি ম্যাপ রাখুন নয়তো এই মধ্যযুগীয় রোমে নিজেকে হারিয়ে ফেলবেন।
আপনি কি এই চিরন্তন শহরটিতে বেড়াতে যাওয়ার জন্য প্রস্তুত? তাহলে আমাদের প্যাকেজ এবং রোমের ফ্লাইটের ভাড়া একবার দেখে নিন।
Book Your Flight to Rome Here!
Also read:
http://www.makemytrip.com/blog/when-in-rome
Colours of Mexico: From Capital Streets to Caribbean Shores
Pallak Bhatnagar | Aug 26, 2025
Chasing Sunsets in Morocco: An 8-Night Journey of Soul and Spice
Pallak Bhatnagar | Aug 22, 2025
Unveiled: A Line-up of Exciting Events in Abu Dhabi!
Surangama Banerjee | Jul 3, 2025
5 Off-the-grid Places You Need to Visit with the Oppo Reno14
Tanya Sharma | Jul 2, 2025
Why Oppo Reno14 is the Perfect Travel Companion
Tanya Sharma | Jul 2, 2025
Experience the Wild Heart of Northern Australia: Darwin, Litchfield, and Katherine!
Swechchha Roy | Jun 10, 2025
Experience the Soul-Stirring Treasures of Kakadu National Park
Swechchha Roy | May 26, 2025
Drive, Chip and Putt in UAE’s Capital—Abu Dhabi!
Surangama Banerjee | May 1, 2025