বড়দিনের ছুটি কাটানোর জন্য ভারতের সেরা 5টি জায়গা

Ragini Mehra

Last updated: Sep 24, 2019

Author Recommends

Events

Kerela:The Cochin Carnival, one of the biggest carnivals in India, takes place on New Year’s Eve and New Year’s Day
Mumbai: The Kala Ghoda Arts Festival in winter
Shillong: Catch a live musical performance by one of the local bands during Christmas holidays

Do

Mumbai: Take a walk by the sea in the rains
Pondicherry: From boating, canoeing and kayaking, to backwater sailing and camping at the beach side; Pondicherry offers many options for adventure lovers
Shillong: Attend mid-night mass at the Cathedral Church

Click

Kerala: A selfie of you cruising along tropical backwaters
Lansdowne: A bonfire, some music and a gaggle of happy friends is the perfect picture

Filmy

Kerala: A few well-known Bollywood movies have been shot in Kerala, such as "Bombay" and "Guru"
Pondicherry: Ang Lee’s blockbuster movie, "Life of Pi" is set in this former French colony

Safety

Police 100
Fire 101
Ambulance 102

Want To Go ? 
   

 

আরও ক্রিসমাস আইডিয়ার জন্য এখানে ক্লিক করুন

বড়দিন আমার খুব ভাল লাগে – সাজসজ্জা, সেলিব্রেশন, ট্রি, গিফ্ট! আর কোন বিশেষ জায়গায় সেলিব্রেট করার মত মজার আর কি হতে পারে। আমি প্রতি বছর আলাদা আলাদা শহেরে বড়দিন উদ্‍যাপন করি এবং বিশ্বাস করুন, সারা জীবনের জন্য অনেক স্মৃতি সঞ্চয় করছি। আপনিও যদি অন্যদের থেকে আলাদা রকম বড়দিন উদ্‍যাপন করতে চান, ভারতের এবং তারও বাইরে (পড়ুন গোয়া) সেরা জায়গাগুলির এই তালিকাটি পড়ে ফেলুন।

শিলং

শিলং-এর দ্য ক্যাথেড্রাল চার্চ হল নর্থ-ইস্ট ইণ্ডিয়ার অন্যতম প্রাচীন চার্চগুলির একটি এবং সারা বিশ্বের লোক এখানে জমা হন মিডনাইট মাসে। অল সেইণ্টস ক্যাথিড্রালের বড়দিনের আগের উদ্‍যাপনের সময় কয়েকশ’ বছরের পুরোনো দেবদারু গাছটিকে সাজানো হয় এবং প্রিস্ট বড়দিনের আনন্দের কথা বলেন। ঘণ্টার শব্দ, উষ্ণ অভ্যর্থনা, সুমধুর স্তুতিগীত এবং লম্বা লম্বা প্রাকৃতিক ক্রিসমাস ট্রি – সবকিছু মিলে উত্‍সব জমে ওঠে।

 

christmas-decorations-shillong

বড়দিনের সময় শিলং গেলে লোকাল ব্যাণ্ডের মিউজিক্যাল পারফর্ম্যান্স মিস করবেন না। কোন কোন ব্যাণ্ডকে আবার চার্চে গসপেল বাজাতেও শুনবেন। স্থানীয় নাচের দলও তাদের শিল্পকলার প্রদর্শন করে থাকে শহরের নানান জায়গায়। এবারের বড়দিনের ছুটিতে শিলং যাওয়ার প্ল্যান করুন এবং অসাধারণ ভাল সময় কাটাবেন।

Book Your Flight to Shillong

মুম্বাই

মুম্বাইতে বড়দিনের উত্‍সবের জমজমাটি আরও প্রাণবন্ত এবং রুচিপূর্ণ, আপনার বড়দিনের ছুটি কাটানোর জন্য খুব ভাল জায়গা। শহরের সব মল এবং বাজারগুলি যেমন ক্রিসমাস ট্রি, শিল্পসুল্ভ সাজসজ্জা এবং আলোয় সেজে ওঠে, তেমনই আকর্ষণীয় ছাড়ও পাওয়া যায়। অন্যান্য জায়গাগুলির মধ্যে চার্চ গেট, বান্দ্রা এবং হিল রোড রাস্তার পাশে বড় বড় ক্রিসমাস ট্রিতে উজ্জ্বলভাবে সেজে ওঠে। গত বছর ক্রিসমাসে আমি মুম্বাইতে ছিলাম এবং মিডনাইট মাসে ক্যাণ্ডল জ্বালাতে বান্দ্রাতে মাউণ্ট মেরি’স ব্রাসিলিকায় গিয়েছিলাম। লোকে বলে এতে নাকি মনোকামনা পূর্ণ হয়… আমার ক্ষেত্রেও তাই হয়েছিল! সত্যি কথা বলতে কি!

mumbai-christmas-holidays

​মুম্বাই শহর খুব পার্টি-প্রিয় এবং ক্রিসমাসের সময় তা দেখবার মত। অসংখ্য হাই-এনার্জি নাইট ক্লাব সারা শহর মাতিয়ে রাখে, সুতরাং আপনার হাতে প্রচুর অপশন, যেখানে খুশি যেতে পারেন। মুম্বাইয়ের প্রচুর হলিডে ডিল পাওয়া যায় বড়দিনের জন্য, সুতরাং শেষ মুহুর্তে তাড়াহুড়ো না করে আগে থেকেই বুক করে রখুন সমস্ত কিছু।

Book Your Flight to Mumbai

পণ্ডিচেরি

ভারতের এই ছোটখাট ফ্রান্সে ট্র্যাডিশনাল ক্রিসমাসের জন্য উপযুক্ত জায়গা। এখানকার বিখ্যাত চার্চ অফ আওয়ার লেডি অফ ইম্যকুলেট কনসেপশন অ্যাণ্ড ব্রাসিলিকা অফ দ্য সেক্রেড হার্ট অফ জিসাস একদমই মিস করবেন না এই সময়। এখানকার সাজসজ্জা এবং আলোকসজ্জা খুব সুন্দর এবং মাস-টি অনুষ্ঠিত হয় তামিলে। এই সমুদ্র উপকূলবর্তী শহরটির স্থানীয় লোকজন ক্রিসমাসের সময় এনার্জিতে ভরপুর থাকে এবং চারিদিকের পরিবেশ থাকে একেবারে চনমনে।

নির্মল বীচ এবং অতীব ব্যয়বহুল স্থানীয় খাবার-দাবারের জন্যও আপনি একটা বড়দিনের ছুটি পণ্ডিচেরিতে কাটনোর জন্য বুক করতেই পারেন। শান্তভাবে উদ্‍যাপন করুন বড়দিন – সন্ধ্যাবেলাটি প্রিয়জনের সঙ্গে বীচে কাটান, তাকিয়ে থাকুন অনন্ত ঢেউ আর জলরাশির দিকে।

Book Your Flight to Chennai

ল্যন্সডাউন

মানুষজনের ভিড় আর কোলাহলের থেকে দূরে কোথাও বড়দিন কাটাতে চাইছেন? দূষণমুক্ত এবং অস্পৃষ্ট ল্যান্সডাউন আপনাকে দিতে পারে আপনার দৈনন্দিন ব্যস্ত জীবন থেকে এই কাঙ্ক্ষিত মুক্তি। বন্ধুবান্ধবদের, নিজের পরিবারকে বা প্রিয়জনকে সঙ্গে নিয়ে স্মরণীয় একটি বড়দিনের ছুটি কাটাতে পাড়ি দিন এই পার্বত্য অঞ্চলে। এই হিল স্টেশনে বন ফায়ার, মিউজিক, সুন্দর ভাবে সাজানো ক্রিসমাস ট্রি এবং উপহার দেওয়া-নেওয়ার মাধ্যমে নিজের মত করে পালন করুন বড়দিন।

landsdowne christmas india
 Plan a surprise for that special someone as you head to Lansdowne for Christmas

নির্মল পাহাড়চূড়া, পাইন এবং ওক ও পাহাড়ের শুদ্ধ বাতাস সবকিছুতে যেন এক যাদুকাঠির ছোঁয়া লাগিয়ে দেয়।

Book Your Flight to Dehradun

কেরালা

কেরালার রাস্তায় রাস্তায় বড়দিনের সাজসজ্জা আপনার মুডকে তরতাজা করে তুলবে। এখানকার সব চার্চগুলিতে মিডনাইট মাস অনুষ্ঠিত হয় এবং এখানে জিশু খ্রীষ্টের জন্মের দৃশ্যও অভিনয় করে দেখানো হয়, সঙ্গে থাকে ক্যারল গান এবং আরও অনেক কিছু। এই সব জাঁকজমকে ক্যাথেড্রাল এবং চার্চগুলি যেমন জীবন্ত হয়ে ওঠে, তেমনই ব্যাকওয়াটারের রয়েছে এক নিজস্ব প্রশান্ত সৌন্দর্য। হাউসবোটের আরামের পরিবেশের সঙ্গে উত্‍সবের মেজাজ – বড়দিনের ছুটির জন্য একেবারে যথার্থ।

christmas-celebrations-kerala
 The Christmas decorations will brighten up your mood!

বড়়দিনের উত্‍সবের সময় কেরালার খাবার দাবার মোটেই মিস করা যাবে না। বড়দিনের খাওয়াদাওয়ার তালিকায় রয়েছে অচপ্পম, ফিশ মলির সঙ্গে ব্রেড, বীফ কারি এবং কেরালার ট্র্যাডিশনাল মিষ্টি। যাবার প্ল্যান করছেন? এখন থেকেই ক্রিসমাস হলিডে ডিল দেখতে থাকুন, শেষ মুহূর্তের আকাশ-ছোঁয়া দাম এড়াতে পারবেন!

Book Your Flight to Calicut

আমি এই সব জায়গগুলিতে অবশ্যই আমার বড়দিনের ছুটি কাটাতে যাচ্ছি। আপনিও আসছেন তো?