পূর্ব ঘাটের 6টি অনাবিষ্কৃত বিচ

Devika Khosla

Last updated: Sep 24, 2019

Want To Go ? 
   
যখনি ভারতের বিচের কথা ভাবি তখনি সাথে সাথে মনে ভেসে ওঠে গোয়া আর কেরালার দৃশ্যপট। আমরা অনেকেই পূর্ব ঘাটের সমুদ্র কিনারার বালির মধ্যে লুকিয়ে থাকা রত্নকে অগ্রাহ্য করে থাকি যা পশ্চিম বাংলা থেকে শুরু করে তামিলনাড়ুর বিস্তীর্ণ সমুদ্র সৈকতে ছড়িয়ে আছে। অপেক্ষাকৃতভাবে  অপরিচিত আর অবশ্যই দর্শনার্থীদের মধ্যে স্বল্প জনপ্রিয়, পূর্ব ঘাটের এই  6টি অনাবিষ্কৃত বিচ সমন্ধে জানার জন্য পড়তে থাকুন। ​

1. দীঘা, পশ্চিম বাংলা

Digha

বঙ্গোপসাগরের কিনারায় অবস্থিত রিসোর্ট শহর দীঘা, পশ্চিম বাংলার একটি জনপ্রিয় সপ্তাহান্তিক গন্তব্যস্থল। অগভীর সমুদ্রের জলরাশির কল্লোলে মুখরিত ‘নতুন’ দীঘা বিচ, এর পুরনো প্রতিরূপের সাথে মিলিত হয়ে এক অবিশ্বাস্য সৌন্দর্য প্রদান করেছে। পরিচ্ছন্ন আর অল্প জনবহুল, পরিষ্কার বালুরাশি আর অগভীর সমুদ্র আপনাকে এই বিচে সমুদ্রস্নান আর সাঁতারের জন্য আদর্শ একটি দিন উপহার দেয়। দীঘার সমুদ্র উপকূলের খেজুর গাছের সারি প্রায় সাত কিলোমিটার ধরে বিস্তীর্ণ।

কাছের এয়ারপোর্ট: কলকাতা

2. গোপালপুর অন সি, ওড়িশা

Gopalpur-Orissa

যেখানে পূর্বকালীন বালুরাশি আর পোস্টকার্ডে অঙ্কিত চিত্রের ন্যায় নীলাভ দৃশ্য অবিশ্বাস্যভাবে দিগন্তে মিলিত হয় সেই গোপালপুর অন সি আশ্চর্যজনকভাবে আজও মানুষের নজরের বাইরে। এক সময় এই গ্রীষ্মপ্রধান নন্দন, গোপালপুর অন সি ব্যবসায়িক লেনদেনের বন্দর ছিল যেখানে বঙ্গোপসাগরের কিনারায় ছড়িয়ে থাকা নরম সোনালী রঙের বালুরাশি সবাইকে মুগ্ধ করে তোলে।  এখানকার সমুদ্র স্কুবা ড্রাইভিং এবং জলক্রীড়া, যেমন উইন্ড সার্ফিং, প্যাডেল বোটিং এবং নৌকাচালনার জন্য প্রিয়। এই শহরের সূর্যোদয় আর সেই সময়ে জেলেদের নৌকা নিয়ে সমুদ্রে যাওয়ার অপূর্ব দৃশ্য ভোরের পরিবেশকে আরও মনোরম করে তোলে।

কাছের এয়ারপোর্ট: কলকাতা

3. মহাবলীপুরম, তামিলনাড়ু

Mahabalipuram

দেখা যায়, মন্দিরের শহর মহাবলীপুরম এক অসম্ভাব্য বিচ গেটওয়ে। এই শহরে বঙ্গোপসাগরের সাথে UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অবস্থান ছাড়াও আছে বিখ্যাত 8ই শতাব্দীর উপকূলীয় মন্দির। ছবির মত সমুদ্র সৈকত, চেনের ন্যায় হোটেলে পরিবেষ্টিত যা এই বিচকে বিলাসিতাপূর্ণ করে তুলেছে। সূর্যালোকে স্নাত মহাবলীপুরমের এই বিচ তার মনোরম পরিবেশের সাথে সাথে জলক্রীড়া, যেমন জেট স্কিং আর উইন্ড সার্ফিং-এর জন্য খুবই জনপ্রিয়।

কাছের এয়ারপোর্ট: চেন্নাই

4. রুশিকোন্ডা, অন্ধ্র প্রদেশ

Rushikonda

অন্ধ্র প্রদেশের রুশিকোন্ডা এক সময় বন্য গাছ, লতাপাতা আর আগাছায় পরিপূর্ণ ছিল। এর সমুদ্র সৈকতের প্রগতিশীল পরিবেশকে উপলব্ধি করে কর্তৃপক্ষরা এই জায়গাকে পরিচ্ছন্ন করেন আর পূর্ব ঘাটের প্রস্তাবিত বিচ করিডর প্রোগ্রামের অন্তর্ভুক্ত করেন। সোনালী রঙের বালুরাশির ধারে ধারে খেজুর আর আম গাছের সারি এবং পাহাড়, বঙ্গোপসাগরের উষ্ণ জলরাশি সবাইকে আমন্ত্রন জানায়। রুশিকোন্ডা দুঃসাহসিক উৎসাহী পর্যটক যারা এখানে প্যারাসাইল আর সার্ফ করতে আসেন, খুবই আকর্ষণীয়।

কাছের এয়ারপোর্ট: বিশাখাপত্তনম

5. চাঁদীপুর, ওড়িশা 

Chandipur-Orissa

বঙ্গোপসাগরের ধারে অবস্থিত ওড়িশার চাঁদীপুর শহর ভাঁটার সময় সমুদ্র থেকে বেশ কিছু কিলোমিটার দূরে সরে যায় যা প্রতিদিনের এক অদ্ভুত কিন্তু অপরূপ দৃশ্য।এই বিচ বহুদিনের এবং গভীর জঙ্গল আরাম আর সতেজ মনভাবের জন্য এক আদর্শ জায়গা। জেলেদের এই গ্রামে মাছধরার জালের সাথে এদের টাটকা মাছ ধরতে দেখা এক সুন্দর অভিজ্ঞতা। চাঁদীপুর একটি ইকো-ডাইভার্স এলাকা আর অশ্বখুরাকৃতি কাঁকড়া বা কাঁকড়াবিছের জায়গা যা বালির মধ্যে ঘুরে বেড়াতে দেখা যায়।

কাছের এয়ারপোর্ট: কলকাতা

6. তালসারি, ওড়িশা

Talsari-Orissa

গ্রামের প্রান্তে কাজুবাদাম গাছের সারি, ঘুমন্ত জেলেদের গ্রাম তালসারি শহুরে ব্যবসায়িক পরিবেশের ছোঁয়া থেকে এখনও বহু দূরে। বহুদিনের এই সোনালী রঙের বালুরাশি, জনমানব আর হইহট্টগোল থেকে বর্জিত। নির্মেঘ আর শান্ত এই বিচ বালির ধূলোয় আচ্ছন্ন নয়, বঙ্গোপসাগরের উৎকলিত ধেউ আর শান্ত জলরাশি যেন সৈকতের শোভাবর্ধন করছে। তালসারির ব্যাকওয়াটার একে অন্যদের থেকে আলাদা করে।

কাছের এয়ারপোর্ট: কলকাতা​

সুতরাং, পুরনো বিচকে বিদায় জানান আর ভারতের পূর্ব উপকূলীয় এলাকার আদি বিচগুলির অন্বেষণ করুন। তাহলে, প্রথম কোথায় যাচ্ছেন?

Book Your Flight to Kolkata Now!

More Travel Inspiration For Mahabalipuram