এই হোলিতে রঙীন ভারত

Devika Khosla

Last updated: Jul 19, 2017

Author Recommends

Do

Vrindavan: Watch scenes depicting Krishna's life on a moving tableaux at the Cave Passageway near the Krishna Temple
Rajasthan: Camel Safari in Jaisalmer can be done at Sam Sand Dunes or Khuri Sand Dunes. Overnight stay on the dunes is recommended
Kolkata: Pay your obeisance at the Kalighat Temple

See

Vrindavan: Krishna Balaram Temple Complex, Govind Dev Temple and Madan Mohan Temple
Rajasthan: Sonar Qila and Badabagh Ruins in Jasialmer and Mehrangarh Fort in Jodhpur are must visit places

Eat

Vrindavan: Kachoris, Rabri, Pedas and Lassi
Rajasthan: Daal - Baati - Choorma, Moong Daal Halwa, and Lassi from local restaurants

Shop

Vrindavan: Bhajan CD's and religious idols
Rajasthan: Shop for traditional handicrafts in Bapu Bazar, Jaipur, Shop for Camel leather in Kote Gare, Bikaner, Shop for traditional clothing items in Kapra Bazar, Jodhpur
Kolkata: Terracotta, Jute products and Kantha sarees

Events

Vrindavan- Janmashtami (the birth of Krishna) in Vrindavan. Celebrated annually in the month of August/September

Want To Go ? 
   

এটি একটি অভিনব তেওহার, এরকম আর দ্বিতীয়টি কোথাও পাবেন না সারা বিশ্বে। হইচইপূর্ণ এবং রঙের এই উত্‍সবটির সঙ্গে জড়িয়ে রয়েছে নানান পুরাকথা, কিংবদন্তী এবং দেবদেবী। হোলি যতটা ধর্মী এবং ভক্তির অনুষ্ঠান ততটাই এর সঙ্গে জড়িয়ে রয়েছে চড়া মিউজিক, ট্র্যাডিশনাল ড্যান্স, এবং বন্ধু-বান্ধব ও পরিবার পরিজনদের মুখে জোর করে আবির মাখিয়ে দেওয়াও। ভারতবর্ষের নানান শহর এবং রাজ্যে এই দিনটি উদযাপনের জন্য রয়েছে নিজের নিজের সব আদব-কায়দা। এখানে পাঁচটি এমন জায়গার উল্লেখ করা হচ্ছে যেখানে হোলি মানে শুধুই রঙের খেলা নয়, পরম্পরা এবং ভক্তির মিশ্রনও বটে। এই বিচিত্র উত্‍সবটির প্রকৃত স্বাদ পেতে হলে এই জায়গাগুলিতে আপনার অবশ্যই যাওয়া উচিত্‍।

  

মথুরা-বৃন্দাবনের কৃষ্ণলীলা

শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা এবং লালনপালনের জায়গা বৃন্দাবনে হোলির বিশেষ তাত্‍পর্য রয়েছে। এখানে হোলি এই পরম দেবতা এবং তাঁর সম্পর্কিত কিংবদন্তীর সঙ্গে বিশেষভাবে জড়িত। এই শহরের লোকদের বিশ্বাস যে ভগবান শ্রীকৃষ্ণই এই উত্‍সবের সূচনা করেন এবং তাই তাঁর সমস্ত মন্দিরেই এই উত্‍সব পালিত হয় নানা রকম ভাবে। কৃষ্ণলীলা বা রাসলীলা, সুন্দরী রাধার কাছে কৃষ্ণের প্রণয়প্রার্থনা, তাঁর প্রণয় – সব কিছুই অনুষ্ঠিত হয় এবং লোকেরা রাধে রাধে ভজনের মধ্যে একে অপরের দিকে ফুল ও আবীর ছুঁড়ে দেন।

বরসানের লঠ মার হোলি

বরসানে মথুরার উত্তরে 50 কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট শহর এবং এই জায়গাটিও ভগবান কৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত। এখানে হোলি খুবই অভিনবভাবে পালিত হয়। এখানকার মেয়েদের লাঠির ব্যবহারের ওপর নজর রেখেই এর নাম দেওয়া হয়েছে লঠ মার হোলি, এখানে পুরুষরা মহিলাদের দিকে রঙগোলা জল নিয়ে ধেয়ে আসেন মহিলাদের ভিজিয়ে দেওয়ার জন্য আর মহিলারা লাঠি নিয়ে তাদেরকে বাধা দেবার চেষ্টা করেন। এখানকার হোলি দেখুন বা নিজে অংশ নিন – দুটোই খুবই মজার।

Lathmar-Holi-in-Barsana

শান্তিনিকেতনের সাংস্কৃতিক অনুষ্ঠান

কোলকাতা শহর থেকে 180 কিলোমিটার দূরে নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা শান্তিনিকেতনে্র হোলিতে আপনি অন্য রকম স্বাদ পাবেন। বিশেষ করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাই দেশ বিদেশের বহু পর্যটকদের এখানে টেনে আনে, এরা এই সময় এখানকার সাংস্কৃতিক প্লাবনের সাক্ষী হতে আসেন। এখানে এই উত্‍সবটি বসন্ত উত্‍সব বলে পরিচিত, এতে ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যপ্রদর্শনী, নাটক করে থাকে, এবং সবই এই মহান লেখকের কৃতির ওপরই। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর থাকে রঙ খেলার পর্ব।

জয়পুরের হাতি উত্‍সব এবং হোলি

জনপ্রিয় হাতি উত্‍সব সহযোগে রাজস্থানের রাজধানীর হোলি এক জাঁকজমকপূর্ণ ব্যাপার। এই দিনে, নানারকম সাজে সজ্জিত হাতিদেরকে খুব জাঁকজমকপূর্ণ পদযাত্রায় নিয়ে যাওয়া হয় এবং পরে তাদের নানান বিনোদনমূলক কাজে লাগানো হয়, যেমন, এলিফ্যাণ্ট পোলো, হাতির দৌড়, দড়ি টানাটানি ইত্যাদি। উত্‍সব সমাপন হয় রঙ খেলা এবং আতশবাজি জ্বালিয়ে। এই উত্‍সবটি এই শহরে প্রচুর পর্যটক টেনে আনে।

Holi-in-Jaipur

বাঁশওয়াড়ার আদিবাসী উত্‍সব

রাজস্থানের উদয়পুরের কাছে একটি ছোট শহর বাঁশওয়াড়া; এটি আদিবাসীদের একটি সুরক্ষিত আবাস এবং একই সঙ্গে রাজারাজড়াদেরও জায়গা। এখানকার হোলিতে আপনি ভিল উপজাতির মানুষদের সংস্কৃতি এবং পরম্পরা প্রত্যক্ষ করতে পারবেন। এই দিন, ভিলরা তাঁদের উত্‍সবের অলঙ্কার পরে একটি বড় বনফায়ারের চারিদিকে চমত্‍কার ট্র্যাডিশনাল নাচ – ঘইর পরিবেশন করেন। পর্যটকরা উদয়পুর বা মধ্যপ্রদেশের রতলম হয়ে পৌঁছতে পারেন বাঁশওয়ড়া।

This year, celebrate Holi in one of these fascinating cities and book flights and hotels only on MakeMyTrip!